জাহাজ উদ্ধারে এসে নিখোঁজ ডুবুরি, অবেশেষে মিললো মরদেহ
নোয়াখালী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১২:৩২ ২৪ আগস্ট ২০২০ আপডেট: ১৬:০০ ২৪ আগস্ট ২০২০

হাতিয়ার মেঘনা নদী থেকে মো. মামুন নামে এক ডুবুরির মরদেহ উদ্ধার
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী থেকে মো. মামুন নামে এক ডুবুরির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে নলচিরাঘাটের পশ্চিম পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মামুন বরিশাল জেলার বানারীপারা উপজেলার বিশালকান্দি এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মেঘনা নদীর নলচিরাঘাট এলাকায় পণ্যবাহী এম.ভি মিথিলা সালমান-৩ নামের একটি জাহাজের ইঞ্জিনের পাখায় জেলেদের মাছের জাল আটকা পড়ে। জাল আটকা পড়ায় জাহাজটি বিকল হয়ে যায়। পরবর্তীতে জাল কাটার জন্য ঢাকা থেকে মামুনসহ দুইজন ডুবুরিকে আনেন জাহাজ মালিক কর্তৃপক্ষ।
বিকেলে তারা ইঞ্জিনে আটকে পড়া জাল কাটার জন্য নদীতে নামেন। কিছুক্ষণ পর একজন ডুবুরি জীবিত উঠে আসলেও মামুন নিখোঁজ ছিলেন। সোমবার সকালে ঢাকা থেকে আসা অপর একটি ডুবুরি দল নদীতে নেমে এম.ভি মিথিলা সালমান-৩ জাহাজের নিচ থেকে মামুনের মরদেহ উদ্ধার করে।
ডেইলি বাংলাদেশ/আরএম/এমকে