কক্সবাজারের দুই ওসি প্রত্যাহার
কক্সবাজার প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৩:১৯ ২১ আগস্ট ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ খায়রুজ্জামান ও টেকনাফ মডেল থানার ওসি আবুল ফয়সলকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে কক্সবাজারের অ্যাডিশনাল এসপি ইকবাল হোসেন দুই ওসি প্রত্যাহারের বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
কক্সবাজার সদর মডেল থানার প্রত্যাহার হওয়া ওসি মোহাম্মদ খায়রুজ্জামান জানান, তাকে কক্সবাজার সদর থানা থেকে বদলি করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে যুক্ত করা হয়েছে।
অপরদিকে টেকনাফ থানার ওসি আবুল ফয়সলকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) যুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, কিছুদিন আগে কক্সবাজার সদর থানা ও টেকনাফ থানার প্রত্যাহার করা দুই ওসিই সদ্য যোগদান করেছিলেন।
ডেইলি বাংলাদেশ/এমআর