মাদারগঞ্জে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
জামালপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৭:৩২ ২৬ জুলাই ২০২০ আপডেট: ২১:৪৬ ২৬ জুলাই ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
জামালপুরের মাদারগঞ্জে বন্যার পানিতে ডুবে সাবিয়া নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পৌর এলাকার বানিকুঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
সাবিয়ার বাবা নাফিউল ইসলাম জানান, বাড়ির পাশে খেলতে গিয়ে বন্যার পানির স্রোতে পড়ে নিখোঁজ হয় সাবিয়া। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. তানভীর আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।
সাবিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ডেইলি বাংলাদেশ/এমকে/জেএইচ