ধামইরহাটে বিষ দিয়ে পাখি নিধন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২১:৪৯ ১৯ এপ্রিল ২০২০

ধামইরহাটে বিষ দিয়ে পাখি নিধন
নওগাঁর ধামইরহাটে গম ও চালে বিষ মিশিয়ে পাখি নিধনের ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন প্রজাতির পাখি ও কবুতর মারা যাওয়ায় এলাকায় কবুতর মালিক ও প্রকৃতিপ্রেমীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় দিনেশ মাহাত জানান, উপজেলার জাহানপুর ইউপির কোকিল মন্টু পাড়ার মাঠে বিষ মেশানো গম, চাল ও সরিষা ছিটিয়ে দেয় এলাকার কতিপয় দুর্বৃত্ত। এই বিষ মেশানো খাবার খেয়ে ঘুঘু, শালিক, বুলবুলিসহ বিভিন্ন প্রজাতির প্রায় দুই শতাধিক পাখি ও অর্ধ শতাধিক কবুতর মারা গেছে।
এই ঘটনায় প্রকৃতিপ্রেমী ধামইরহাট সরকারি এমএম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম বলেন, বিষ দিয়ে পাখি নিধন গুরুতর অপরাধ যা বন্যপ্রাণি সংরক্ষণ আইনের পরিপন্থী। আমি এই ঘটনার নিন্দা জানাই ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ওসমান আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এ ধরনের অপরাধ বারবার করবে।
ধামইরহাট উপজেলা বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, ঘটনাস্থল পরিদর্শণ করেছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি বাংলাদেশ/এমএইচ