১৮ বছর পর আসামি গ্রেফতার
রাঙামাটি প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০৭:১৯ ৪ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ
রাঙামাটি কাপ্তাইয়ে চারটি মামলার পলাতক আসামিকে ১৮ বছর পর গ্রেফতার করেছে পুলিশ।
রোববার উপজেলার চিৎমরম ইউপির মুসলিমপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. সাত্তার মিয়া ওই পাড়ার মোখলেছুর রহমানের ছেলে।
কাপ্তাই থানার ওসি আশ্রাফ উদ্দিন বলেন, ২০০২ সালে মো. সাত্তার মিয়ার বিরুদ্ধে বন আইনে তিনটি ও বনরক্ষীদের ওপর হামলার ঘটনায় আরেকটি মামলা হয়। ওইসব মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়। এরপর থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মো. সাত্তারকে গ্রেফতার করে রাঙামাটি আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমকেএ