পটুয়াখালীতে অটোরিকশা চোর চক্রের তিনজন আটক
পটুয়াখালী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৮:৪৮ ১১ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ
পটুয়াখালীতে চুরি হওয়া অটো রিক্সাসহ তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার ভোরে শহরের জৈনকাঠি এলাকা থেকে তাদের আটক করে ডিবি পুলিশ। আটকরা হলেন- খোকন হাওলাদার, বিশ্বজিৎ রায় ও খোকন।
অতিরিক্ত এসপি মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বরগুনার আমতলীর বৃদ্ধ অসহায় আহসান মৃধার অটোরিকশাটি চুরি হয়। পরে চক্রটি মুক্তিপণ বাবদ ৪০ হাজার টাকা দাবি করে। এঘটনায় এসপির কাছে লিখিত অভিযোগ দিলে শুক্রবার ভোরে এই চক্রের তিন সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশের ওসি মো, জাকির হোসেন। আটকদের আদালতে মাধ্যমে জেলে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ডেইলি বাংলাদেশ/আরআর
ডেইলি বাংলাদেশ/আরআর