চোর চক্রের কাছে পাওয়া গেলো আট মোটরসাইকেল
ঠাকুরগাঁও প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৫:৫২ ৩ অক্টোবর ২০১৯ আপডেট: ১৫:৫৩ ৩ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ
ঠাকুরগাঁওয়ে ৩৬ ঘণ্টার অভিযানে চোর চক্রের কাছ থেকে আটটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় চক্রের সাত সদস্যকে আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও এসপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঠাকুরগাঁওয়ের এসপি মো. মনিরুজ্জামান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টানা ৩৬ ঘন্টা নীলফামারী ও লালমনিরহাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রটির সাত সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আটটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
তিনি আরো জানান, রংপুর, দিনাজপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় চক্রটির নেটওয়ার্ক বিস্তৃত।
ডেইলি বাংলাদেশ/এমকেএ