খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ১১ জন হাসপাতালে
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০৪:২৬ ২৯ আগস্ট ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ
ঝিনাইদহের কালীগঞ্জের মালিয়াট ইউপির বেথুলী গ্রামে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ১১ সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার রাতে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা হলেন- বেথুলী গ্রামের কালীপদ ঘোষ, তার স্ত্রী অনিতা ঘোষ, ছেলে নারায়ণ ও জয়কৃষ্ণ, নারায়ণের স্ত্রী লিলি ও জয়ের স্ত্রী শ্যামলী, নাতি তিথি, বন্যা, বৃষ্টি, খেয়ালী ও সীমান্ত।
বেথুলী গ্রামের বাসিন্দা নিশিত ঘোষ বলেন, পরিবারের সবাই সকালের খাবারে কুমড়া, বেগুন, কচু দিয়ে তৈরি খাবার খেয়েছিলেন। দুপুরের পর থেকেই তারা সবাই অসুস্থ হতে থাকেন। সন্ধ্যার পর কালীপদের স্ত্রী অনিতা অচেতন হয়ে পড়েন। একপর্যায়ে সবাই অসুস্থ হন। পরে প্রতিবেশীরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সঙ্গিতা চৌধুরী বলেন, খাদ্যে বিষাক্ত পদার্থ থাকায় তারা সবাই অসুস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অনেকের এখনো চেতনা ফেরেনি। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
ডেইলি বাংলাদেশ/এমআর