পিকনিকের খাদ্যে বিষক্রিয়ায় বাবা-ছেলের মৃত্যু
নওগাঁ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৮:০৪ ২৯ এপ্রিল ২০১৯ আপডেট: ০১:১৬ ৩০ এপ্রিল ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁর মহাদেবপুরে সোমবার সকালে পিকনিকের খাদ্যে বিষক্রিয়ায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- দরিয়াপুর গ্রামের অরুন কুমার কুন্ড ও তার ছেলে চন্দন কুমার কুন্ড।
মহাদেবপুর থানা পুলিশের ওসি সাজ্জাদ হোসেন বলেন, রোববার রাতে শিবগঞ্জ মোড়ে ব্যবসা প্রতিষ্ঠানে পিকনিকের খাবার খাওয়ার পর নিজ বাড়িতে চলে যান বাবা অরুন ও ছেলে চন্দন। বাড়ি যাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়েন।
পরে রাত সাড়ে ১০টা পর্যন্তও অবস্থা পরিবর্তন না হওয়ায় প্রতিবেশীরা তাদেরকে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাত ১২টার দিকে অরুন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। অপরদিকে ছেলে চন্দন কুমার কুন্ডর অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিসিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যান তিনি।
ডেইলি বাংলাদেশ/জেএস