কী কারণে সিরিয়াল কিলার হতে বাধ্য হলেন জ্যাকলিন!
বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০৯:০১ ২৫ এপ্রিল ২০১৯

জ্যাকলিন ফার্নান্দেজ
বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। ‘আলাদিন’ সিনেমার মাধ্যমে বলিউডে পথ চলা শুরু হয় তার। এরপর উপহার দিয়েছেন অনেক দর্শকপ্রিয় ছবি। এসব সিনেমায় নানা রুপে হাজির হয়েছেন এ অভিনেত্রী। আর তারই ধারাবাহিকতায় এবার সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের এই লাস্যময়ী।
ডিজিটাল এন্টারটেনমেন্ট নেটফ্লিক্সের সৌজন্যে এবার তিনি অভিনয় করতে চলেছেন ‘মিসেস সিরিয়াল কিলার’- এ। বুধবার নেটফ্লিক্সের তরফ থেকে এমনটাই জানানো হয়।
ছবিটি পরিচালনা করেছেন শিরিশ কুন্দের এবং প্রযোজক ফারাহ খান। সিরিয়াল কিলিং-এর অপরাধে স্বামী ধরা পড়ার পর কীভাবে স্ত্রী তাকে নির্দোষ প্রমাণ করার জন্যে নিজেই একটি খুন করেন তারই টানটান উত্তেজনা ধরা পড়েছে মিসেস সিরিয়াল কিলারে।
২০১৯ সালের শেষের দিকে মুক্তি পাবে জ্যাকলিনের এই ছবি।
ডেইলি বাংলাদেশ/টিএএস