পদ্মাসেতুতে হাঁটা-ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৬:১৮ ২৬ জুন ২০২২ আপডেট: ১৬:২১ ২৬ জুন ২০২২

ফাইল ফটো
পদ্মাসেতুর ওপর যানবাহন থামানো, হাঁটাহাঁটি ও ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নিষেধাজ্ঞা মেনে চলার জন্য সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মাসেতুর ওপর যানবাহন থামানো নিষেধ। সব নাগরিককে পদ্মাসেতু পারাপারের জন্য সরকার নির্ধারিত হারে টোল প্রদান করতে হবে। সর্বসাধারণকে টোল প্রদান করে সেতু পার হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
ডেইলি বাংলাদেশ/আরএইচ