অপশক্তিকে কঠোরভাবে দমন করতে হবে: সমবায় প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৫:৩৮ ৫ মার্চ ২০২১

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য- ফাইল ফটো
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তিকে কোনোভাবেই দেশের ক্ষতির সুযোগ দেয়া যাবে না। এ অপশক্তিকে কঠোরভাবে দমন করতে হবে।
বৃহস্পতিবার যশোরের মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, আন্তর্জাতিক ও মৌলবাদী অপশক্তি মিলে ষড়যন্ত্রের মাধ্যমে তারাই বাংলাদেশকে অকার্যকর করার উদ্দেশ্যেই বঙ্গবন্ধুকে হত্যা করে। এজন্য ১৯৭৫ সালের পর আমাদের রাষ্ট্রপ্রতিষ্ঠার মূল চেতনাকে বিসর্জন দিয়ে রাষ্ট্র পেছন দিকে হাঁটা শুরু করে।
তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ তৈরি করেছে। সময়ে সময়ে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক হানাহানির যেকোনো অপচেষ্টা সরকার কঠোর হাতে দমন করেছে এবং ভবিষ্যতেও করবে।
মণিরামপুর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তুলসী দাস বসুর সভাপতিত্বে কাউন্সিলে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান এবং যশোর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অসীম কুমার কুন্ডু প্রমুখ।
ডেইলি বাংলাদেশ/এমকেএ