অটোমোবাইল শিল্প বিকাশে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে: শিল্পমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৭:০৪ ৪ মার্চ ২০২১ আপডেট: ১৮:০২ ৪ মার্চ ২০২১

ঢাকার ধামরাইয়ে ইফাদের কারখানায় নিজস্ব লাক্সারি বাস তৈরির কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন - পিআইডি
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, অটোমোবাইল শিল্প বিকাশে একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয়। এ শিল্পের উত্তরোত্তর উন্নয়ন এবং টেকসই বিকাশের লক্ষ্যে এ নীতি প্রণয়ন করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে ঢাকার ধামরাইয়ে ইফাদের কারখানায় নিজস্ব লাক্সারি বাস তৈরির কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতি প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই এর খসড়া অনুমোদন করে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শক্রমে তা চূড়ান্ত করা হবে। এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দেশকে আঞ্চলিক অটোমোবাইল শিল্প উৎপাদনের কেন্দ্রে উন্নীত করা হবে। এ লক্ষ্য অর্জনে সরকার অটোমোবাইল শিল্প উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান, ধামরাই-২০ আসনের এমপি আলহাজ বেনজির আহমেদ, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুন্সী শাহাবুদ্দিন আহমেদ এবং ইফাদ গ্রুপের কর্মকর্তারা।
ডেইলি বাংলাদেশ/টিআরএইচ/এইচএন