পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১০:১৪ ২২ জানুয়ারি ২০২১ আপডেট: ১০:১৬ ২২ জানুয়ারি ২০২১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার করণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও মাঝ নদীতে আটকা পড়েছে চারটি ফেরি।
শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছেন অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারি ব্যবস্থাপক আব্দুল্লাহ রনি।
তিনি জানান, রাত ২টা ২০ মিনিটের দিকে ঘন কুয়াশার মার্কিং বাতির আলো অস্পষ্টতার কারণে মাঝ পদ্মায় চার থেকে পাঁচটি ফেরি আটকা পড়ে। দুর্ঘটনা এড়াতে রাত আড়াইটা থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার প্রকোপ কমে গেলে ১ টি ফেরি দিয়ে এ নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপার করা হবে।
ডেইলি বাংলাদেশ/আরএইচ