কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০৯:০২ ১৮ জানুয়ারি ২০২১ আপডেট: ০৯:০৭ ১৮ জানুয়ারি ২০২১

ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।
রোববার রাত সাড়ে ১১টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে এ সিদ্ধান্ত নেয় ঘাট কর্তৃপক্ষ।
ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনের দীর্ঘ সিরিয়াল তৈরি হয়েছে। এতে ভোগান্তি বেড়েছে সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকদের।
কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হবে। এরপর সিরিয়াল অনুযায়ী অপেক্ষমাণ যানবাহনগুলোকে নৌরুট পারাপার করা হবে বলে জানানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/আরএইচ