ডাকের ডিজির দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২১:২৩ ১ ডিসেম্বর ২০২০

সুধাংশু শেখর ভদ্র- ফাইল ছবি
বাধ্যতামূলক ছুটিতে যাওয়া ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. সালাহউদ্দিন মঙ্গলবার এসবি’র বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর চিঠি পাঠিয়ে নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়েছেন।
এর আগে বিভিন্ন অভিযোগে সুধাংশু শেখর ভদ্রকে গত ১১ নভেম্বর থেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এরও আগে ‘শত কোটি টাকা আত্মসাতের’ অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সুধাংশু শেখর ভদ্রকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
ডেইলি বাংলাদেশ/আরএইচ