সস্ত্রীক করোনায় আক্রান্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মসিউর
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২১:৩০ ৩০ নভেম্বর ২০২০

ড. মসিউর রহমান ও তার স্ত্রী রওশন রহমান ইভা। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান ও তার স্ত্রী রওশন রহমান ইভা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার ড. মশিউর রহমানের একান্ত সচিব তপন কুমার চক্রবর্তী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, স্যারের (ড. মসিউর) শারীরিক অবস্থা ভালো রয়েছে। তবে ম্যাডাম (রওশন রহমান) একটু অসুস্থ হয়ে পড়েছেন। তাদের দুজনকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ডেইলি বাংলাদেশ/আরএইচ