কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে: শিল্পমন্ত্রী
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২১:১৩ ২৮ নভেম্বর ২০২০ আপডেট: ২১:৫৪ ২৯ নভেম্বর ২০২০

নরসিংদীর মনোহরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন
দেশে বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
শনিবার বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।
নেতাকর্মীদের উদ্দেশ্যে শিল্পমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে আওয়ামী লীগ রাজনীতি করে। আওয়ামী লীগ গণতন্ত্রের রাজনীতি করে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে আজ উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলেছেন।
মনোহরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নাছিমা পারভিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ, এম পি, জহিরুল হক ভূঁইয়া মোহন, এম পি, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া, নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন প্রমুখ।
সম্মেলনে নরসিংদী জেলা পরিষদ সদস্য ইশরাত জাহান তামান্না সভাপতি ও মনোহরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এর আগে শুকুন্দী ইউনিয়নের ৪০ গৃহহীন পরিবারের জন্য গৃহনির্মাণ কাজের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
ডেইলি বাংলাদেশ/এমকেএ/এইচএন