রাজধানীতে দেশীও অস্ত্রসহ গ্রেফতার তিনজন রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৯:২৯ ২৩ জানুয়ারি ২০২১ আপডেট: ১৯:৩৪ ২৩ জানুয়ারি ২০২১

প্রতীকী ছবি
রাজধানীর বসিলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীও অস্ত্রসহ গ্রেফতার তিন যুবককে এক দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। শনিবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালত এই আদেশ দেন।
রিমান্ডে যাওয়া তিন যুবক হলেন- আরিফ হোসেন (২১), মো. হাসান গাজী ওরফে বাবু (২০) ও মো. মামুন বেপারী (২১)।
এর আগে তিন আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেন। এসময় আসামি পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের এক দিন রিমান্ড মঞ্জুর করেন।
র্যাব জানায়, গতকাল শুক্রবার রাজধানীর হাজারীবাগ থানাধীন বসিলা মেট্রো হাউজিং এলাকায় অন্ধকারাচ্ছন্ন ফাঁকা জায়গায় অস্ত্র-সরঞ্জামসহ অবস্থান নেয় কয়েকজন ডাকাত। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল সেখানে উপস্থিত হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ডাকাতদলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিন যুবক জানিয়েছে, তারা ডাকাতদলের সক্রিয় সদস্য। দিনে ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই এবং রাতে বাসার গ্রিল কেটে ও তালা ভেঙে ঢুকে ডাকাতি করে তারা।
ওই ঘটনায় আসামিদের বিরুদ্ধে রাজধানীর হাজারীবাগ থানায় মামলা করা হয়।
ডেইলি বাংলাদেশ/ইকেডি