ঢাকা জেলা-দায়রা জজ আদালতের পিপি মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২১:০৪ ১৩ জানুয়ারি ২০২১

ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আব্দুল মান্নান- ফাইল ছবি
ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আব্দুল মান্নান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার রাজধানীর স্কয়ার হাসপাতালে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কিছু দিন আগে খন্দকার আব্দুল মান্নান করোনায় আক্রান্ত হয়েছিল। এরপর তিনি সুস্থ হন। তবে আবার অসুস্থ হলে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আজ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় ঢাকা ঢাকা মহানগর দায়রা জজ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে।
ডেইলি বাংলাদেশ/এমকেএ