জামায়াতের ১২ নেতাকর্মী কারাগারে
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২২:০৬ ২৭ ফেব্রুয়ারি ২০২০

ফাইল ছবি
রাজধানীর বিজয়নগরের আজিজ কো-অপারেটিভ ভবনের আটতলা থেকে আটক জামায়াত ১২ নেতাকর্মীকে কারাগারে পাছিয়েছে দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিল্লাত হোসেন এ আদেশ দেন। এর আগে বুধবার রাতে নাশকতার জন্য বৈঠকের সময় ১৬ জামায়াত নেতাকর্মীদের আটক করা হয়। ওইদিন রাতেই এই ঘটনায় যাচাই-বাছাই করে ১২ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ।
কারাগারে পাঠানো জামায়াত নেতাকর্মীরা হলেন- মাসুম বিল্লাহ, মোফাছসির বজলুর রহমান আমিনী, মোতাহার হোসেন, রাজিবুল ইসলাম, মাসুদ রানা, মহসীন উদ্দিন, ওমিদুল ইসলাম, বিল্লাল হোসেন, রাজু আহম্মেদ, আনিছুর রহমান, মহসীন হাসান ও পারভেজ হোসেন। আসামিদের মধ্যে পারভেজ হোসেন সুপ্রিম কোর্টের আইনজীবী।
রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, নাশকতার জন্য তারা বৈঠক করার সময় তাদের আটক করা হয়। যাচাই-বাছাই করে ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাকি ৪ জনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়।
ডেইলি বাংলাদেশ/আরএইচ