আফগানিস্তানে দুর্বৃত্তদের গুলিতে ৩ নারী গণমাধ্যমকর্মী নিহত
আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১০:০১ ৩ মার্চ ২০২১ আপডেট: ১০:০৩ ৩ মার্চ ২০২১

ঘটনাস্থলে আফগানিস্তানের নিরাপত্তাবাহিনী- ছবি: সংগৃহীত
আফগানিস্তানে জালালাবাদ শহরে পৃথক বন্দুকহামলায় তিন নারী গণমাধ্যমকর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক নারী গণমাধ্যমকর্মী।
নিহতরা হলেন-মুরশাল ওয়াহিদি, শাহনাজ এবং সাদিয়া। তারা সবাই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের বয়স ১৮ থেকে ২০ বছর। তিনজনই অফিস শেষে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন।-খবর গার্ডিয়ানের।
ইনিকাস টেলিভিশনের প্রধান কর্মকর্তা জালমান লতিফ বলেন, নিহতরা ইনিকাস টেলিভিশনের ডাবিং বিভাগে কাজ করতেন। তারা তিনজন অফিস শেষে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন। এছাড়া আরেক হামলায় অন্য একজন নারী গণমাধ্যমকর্মী আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নানগারহার প্রদেশের পুলিশ প্রধান জুমা গুল হেমাত বলেন, এ হামলার প্রধানকে আটক করা হয়েছে। তিনি তালেবানের সঙ্গে যুক্ত।
তবে তালেবানের পক্ষ থেকে এ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে।
উল্লেখ্য, তিন মাসের কম সময় আগে একই টেলিভিশনের উপস্থাপক ও সুপরিচিত সমাজকর্মী মালালা মাওয়ান্দ তার গাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান।
ডেইলি বাংলাদেশ/এমকেএ