বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত বেড়ে ৩২, আহত শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৫:০২ ২২ জানুয়ারি ২০২১

ছবি: সংগৃহীত
ইরাকের রাজধানী বাগদাদে দুটি আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ১১০ জন।
বৃহস্পতিবার শহরটির বাব আল-শারকি বাণিজ্যিক এলাকায় এই জোড়া বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে।
তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার না করলেও পরবর্তীতে আইএস এই হামলার দায় স্বীকার করে।
ইরাকের স্বাস্থ্যমন্ত্রী হাসান মোহাম্মদ আল-তামিমি জানান, হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের চিকিৎসায় রাজধানীর সব হাসপাতাল যুক্ত করা হয়েছে।
জয়েন্ট অপারেশন কমান্ডের মুখপাত্র মেজর জেনারেল তাহসিন আল-খাফাজি বলেছেন, প্রথম আত্মঘাতী বোমা হামলাকারী বাজারের মাঝখানে গিয়ে জোরে চিৎকার করে জানান, তিনি অসুস্থ। ফলে জনতা তার চারপাশে জড়ো হয় এবং তখনই তিনি বিস্ফোরণ ঘটান। এর কিছুক্ষণ পরেই দ্বিতীয় জনও বিস্ফোরণ ঘটায়।
সূত্র: আল-জাজিরা
ডেইলি বাংলাদেশ/মাহাদী