ট্রাম্পের করোনা উপদেষ্টার পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৩:৩০ ১ ডিসেম্বর ২০২০

ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনাবিষয়ক বিশেষ উপদেষ্টা স্কট অ্যাটলাস পদত্যাগ করেছেন। সোমবার মার্কিন সংবাদমাধ্যমে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ স্কট অ্যাটলাসের পদত্যাগপত্র সংগ্রহ করেছে। যেখানে লেখা রয়েছে ডিসেম্বরের ১ তারিখ থেকেই পদত্যাগ করছেন তিনি।
ট্রাম্পের খুবই আস্থাভাজন ছিলেন স্কট অ্যাটলাস । যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অ্যান্থনি ফাউচিসহ বিভিন্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে থেকে বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচনার স্বীকার হয়েছেন এই কর্মকর্তা।
পদত্যাগপত্রে অ্যাটলাস লিখেছেন, করোনা ঠেকাতে তিনি সবসময় বিজ্ঞানসম্মত পদ্ধতি ব্যবহার করেছেন। মানুষের জীবন বাঁচাতে এবং এই মহামারিতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে তিনি কাজ করে গেছেন। এক্ষেত্রে রাজনৈতিক কোন প্রভাব ছিলো না। একই সঙ্গে তিনি নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে শুভ কামনা জানিয়েছেন।
ডেইলি বাংলাদেশ/আরএএইচ