ফাইজারের ভ্যাকসিন পরিবহন শুরু
আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৫:০৪ ৩০ নভেম্বর ২০২০

ছবি: সংগৃহীত
ক্লিনিকাল ট্রায়ালে মহামারি করোনার বিরুদ্ধে বেশ কার্যকর প্রমাণিত হয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের তৈরি ভ্যাকসিন। তবে বিক্রয়ের জন্য এটি চূড়ান্ত অনুমোদন পায়নি এখনো। এদিকে অনুমোদন পাবার আগেই আকাশ পথে ফাইজারের করোনা ভ্যাকসিন পরিবহন শুরু করেছে যুক্তরাষ্ট্র।
সম্প্রতি প্রথম চালান পরিবহনের অংশ হিসেবে শিকাগোর ও হেয়ার থেকে ব্রাসেলসের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যায় সেটি। আর এটি পরিবহন করছে ইউনাইটেড এয়ারলাইন্স। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ’র সহায়তায় পরিবহন হয়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
ফাইজার এরইমধ্যে যুক্তরাষ্ট্রের প্লেস্যান্ট প্রেইরি ও জার্মানির কার্লশ্রুর গুদামের সংরক্ষণ ক্ষমতা বাড়িয়েছে। কার্গো বিমান ও ট্রাকে স্যুটকেসের মতো হিমায়িত বক্সে বিশ্বজুড়ে ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা আছে তাদের।
শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানান, আগামী সপ্তাহ থেকেই করোনা ভ্যাকসিন সরবরাহের কাজ শুরু হচ্ছে। এদিকে, জরুরিভিত্তিতে টিকা ব্যবহারের অনুমতির বিষয়ে ১০ ডিসেম্বর আলোচনার পর সিদ্ধান্ত দেব এফডিএ।
ডেইলি বাংলাদেশ/মাহাদী