সন্ত্রাসী হামলায় ইরানের ‘পারমাণবিক বোমার জনক’ নিহত
আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২১:৪৮ ২৭ নভেম্বর ২০২০ আপডেট: ১৩:৪৪ ২৮ নভেম্বর ২০২০

ছবি: মুহসেন ফাখরিজাদে
ইরানে সন্ত্রাসী হামলায় দেশটির ‘পারমাণবিক বোমার জনক’ খ্যাত পরমাণুবিজ্ঞানী মুহসেন ফাখরিজাদে নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) তেহরানে প্রদেশের দামাভান্দ কাউন্টির আবসারদ শহরে একদল হত্যাকারীর চতুর্মুখী বিস্ফোরণ এবং গোলাগুলিতে তিনি নিহত হন বলে দেশটির সরকারি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাবলিক রিলেশনস বিভাগ জানায়, ফাখরিজাদে মন্ত্রণালয়ের অর্গানাইজেশন অব ডিফেন্স ইনোভেশন অ্যান্ড রিচার্সের (এসপিএনপি) প্রধান ছিলেন। সন্ত্রাসী ও তার নিরাপত্তা দলের মধ্যকার সংঘর্ষে তিনি মারাত্মক আহত হন। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।
ডেইলি বাংলাদেশ/মাহাদী