সৌদি উপকূলে তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৩:৫০ ২৬ নভেম্বর ২০২০ আপডেট: ১৪:০৫ ২৬ নভেম্বর ২০২০

ছবি: সংগৃহীত
লোহিত সাগরের সৌদি উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার ইয়েমেন সীমান্তবর্তী শুকাইক উপকূলে মাল্টার পতাকাবাহী ও গ্রিস পরিচালিত এমটি আগ্রারিতে এই বিস্ফোরণ হয় বলে এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি জানায়।
তবে এ বিস্ফোরণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ট্যাংকারটির ক্রুরাও নিরাপদ আছেন বলে জানা গেছে।
এএফপি জানায়, ট্যাংকারটি অজ্ঞাত হামলারীদের দ্বারা শিকার হয়েছে। শক্তিশালী বিস্ফোরণে ট্যাংকাটির ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট এই হামলার ঘটনায় ইমেনের হুথি বিদ্রোহীদের দায়ী করেছে। তবে হুথিরা এখন পর্যন্ত এই হামলায় নিজেদের সংশ্লীষ্ট থাকার কথা স্বীকার করেনি।
ডেইলি বাংলাদেশ/মাহাদী