টানা তিন বছর ধরে দাঁত মাজেন না এই দম্পতি
আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১০:০২ ২১ নভেম্বর ২০২০ আপডেট: ১০:৩১ ২১ নভেম্বর ২০২০

সায়মন বুন ও টিনা স্টোক্লোসা দম্পতি
ফল শরীরের পাশাপাশি দাঁতও ভালো রাখে। এমনকি পরিষ্কার রাখতেও সাহায্য করে। মাজতে হয় না। সত্যিই কি তাই? এমনটি প্রমাণ করলেন ইন্দোনেশিয়ার বালির সায়মন বুন ও টিনা স্টোক্লোসা দম্পতি।
টিনা স্টোক্লোসা মূলত পোল্যান্ডের ওয়ারশোর বাসিন্দা। তিনিই প্রথম ২০১৩ সালের ডিসেম্বরে বড়দিনের শুদ্ধি হিসাবে ফলমূল খেয়ে ডায়েট শুরু করেছিলেন।
আরো পড়ুন: ৬০ লাখ টাকার লোভ সামলাতে পারলো না সিএনজি চালক
পরে তিনি বালিতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। বালিতেই তিনি বেলজিয়ামের ইজেজেম থেকে আসা সায়মন বুনের দেখা পান। পরে দুইজন মিলে ফলমূল খেয়ে ডায়েট শুরু করেন।
আরো পড়ুন: গভীর রাতে শাড়ি-ব্লাউজ পরে ফিরলেন নিখোঁজ ৩ সন্তানের বাবা
ওই দম্পতি জানিয়েছেন, ফল খেয়ে চনমনে তরতাজা জীবন খুঁজে পেয়েছে তারা। জীবন থেকে ঘুচেছে বার্ধক্য। ৮২ কেজির শরীরের ওজন এখন ৫০ কেজি।
আরো পড়ুন: বাবার চেয়ে পাঁচ বছরের বড় ছেলে
রোজ ২,০০০ থেকে ৪,০০০ ক্যালোরির ফল খানা তারা। পানি ছাড়া দিনের পর দিন কাটিয়ে ফেলতে পারেন। এমনকি তারা জানিয়েছেন দীর্ঘ ৩ বছর দাঁত মাজেননি তারা।
ডেইলি বাংলাদেশ/জেএস