ছবিতে লুকিয়ে আছে একটি ব্যাঙ, দেখুন তো খুঁজে পান কিনা
মজার খবর ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১০:৪৯ ৩ আগস্ট ২০২২

ফাইল ছবি
বৈচিত্রের শেষ নেই প্রকৃতির বুকে। তার রহস্য প্রতিনিয়তই অবাক করে মানুষকে। কখনো কখনো প্রকৃতির অবাক করা খেলায় কোনো কিছু চোখের সামনে থাকলেও আমরা তা দেখতে পাই না। তেমনই একটি ছবি কিছু দিন ঘুরছে নেটমাধ্যমে।
ছবিটি একটি জলাশয়ের। কালো পানির উপর ভেসে আছে বেশ কয়েকটি ফুল। ছড়িয়ে রয়েছে পাতাও। আর এই ফুল-পাতার মধ্যেই বসে রয়েছে একটি ব্যাঙ। মূলত ফুল-পাতার রঙের কারণেই চোখের সামনে থাকলেও এক নজরে খুঁজে পাওয়া যাচ্ছে না ব্যাঙটিকে।
ক্ষণিকের মজার জন্য যারা হরেক রকমের ধাঁধার সমাধান করতে ভালোবাসেন, তাদের জন্য এ কার্যত এক ধাঁধাই। আর প্রকৃতিপ্রেমীদের জন্য এ অনাবিল প্রকৃতির বৈচিত্রের নিদর্শন। যারা কোনো মতেই খুঁজে পাচ্ছেন না ব্যাঙটিকে, তাদের জন্য সবার শেষে রইল সমাধান।
ডেইলি বাংলাদেশ/এসএ