ড্রোন বানানো হলো আনারস পাতা দিয়ে
মজার খবর ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৬:১০ ১০ জানুয়ারি ২০২১ আপডেট: ১৬:২৮ ১০ জানুয়ারি ২০২১

পরিবেশবান্ধব ড্রোন। ছবি: রয়টার্স
সিনেমার শুটিং, প্রোডাক্ট ডেলিভারি, পার্টি, এমনকী মিটিং-মিছিলেও ড্রোনের ব্যবহার ব্যাপক হারে বেড়েছে। এবার মালয়েশিয়ার একদল বিজ্ঞানী খুবই স্মার্ট পদ্ধতিতে পরিবেশবান্ধব ড্রোনের চিত্তাকর্ষক রূপ দিলেন।
মালয়েশিয়ান সেই বিজ্ঞানীরা পরিত্যক্ত আনারসের পাতা রূপান্তরের মাধ্যমে ড্রোনের ফ্রেমস তৈরি করেছেন। এই ধরনের ড্রোনের দাম যেমন কম, তেমনি বস্তুটিও শক্তিশালী এবং পরিবেশবান্ধব হবে।
সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, এই প্রজেক্টে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ তারিক হামিদ সুলতান। মালয়েশিয়ার পুত্রা বিশ্ববিদ্যালয়ের গবেষক তিনি। গত কিছু বছর ধরেই এই বিষয়ে গবেষণা করছেন।
তারিক হামিদ ও তার দল সেই আনারসের পাতা থেকে ফাইবারটি তৈরি করে ফেলেছেন, যা ড্রোনের বিভিন্ন অংশে কাজে লাগবে। রয়টার্সের কাছে গবেষক তারিখ জানিয়েছেন, জৈব কোনো উপাদান থেকে তৈরি করা ড্রোন অন্যগুলোর চেয়ে তুলনায় শক্তিশালী। শক্তি, ওজন সব দিক থেকেই জৈব উপায়ে নির্মিত ফাইবারের ড্রোন সেরা।
তারিক হামিদ সুলতান জানান, তাদের উদ্ভাবিত ড্রোনটি ভূপৃষ্ঠ থেকে ১ কিলোমিটার ওপরে ২০ মিনিট উড়তে পেরেছে।
ডেইলি বাংলাদেশ/এনকে