হাড় কাঁপানো শীতে ২০২১টি ডুব দিয়ে যুবক বললো ‘শুভ নববর্ষ’
আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৪:১৩ ২ জানুয়ারি ২০২১

২০২১টি ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালো বাঙালি যুবক। ছবি: সংগৃহীত
শীতে কাঁবু পুরো অঞ্চল। গরম কাপড় না পরে ঘর থেকেই বের হওয়াই দায়! এমন আবহাওয়ায় ডুব দিয়ে বর্ষবরণ পাগলামিই বটে! একটা, দু’টা কিংবা দশটা নয়; কনকনে ঠাণ্ডা পানিতে ২০২১টি ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন এক যুবক।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়ার বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত এমন কাণ্ড ঘটিয়েছেন বছরের প্রথম দিনেই।
গত ৬ বছরের মতো এবারও বছরের প্রথম দিনে সাতসকালে নতুন বছরকে স্বাগত জানাতে তিনি হাজির হয়ে যান শহরের লালবাঁধে। অভিনব এই বর্ষবরণ দেখতে লালবাঁধের পাড়ে তখন হাজির ছিলেন অসংখ্য মানুষ।
কনকনে ঠাণ্ডা পানিতে ২০২১টি ডুব দিতে সনান্দের লেগেছে মাত্র ৪৫ মিনিট। তার এই ডুবযজ্ঞ দেখতে ভিড় করেছেন অনেকেই। নতুন বছরে মন্দির নগরীতে বেড়াতে এসে অভিনব এই মুহূর্তের সাক্ষী থাকতে পেরে খুশি পর্যটকেরাও।
সদানন্দ দত্ত বলেন, সবাইকে শুভ নববর্ষ। ২০২১টি ডুব দিয়ে নিজের মতো করে নতুন বছরকে স্বাগত জানালাম। গিনেজ বুকে নাম তোলার ইচ্ছা রয়েছে আমার। কিন্তু কোথায় কীভাবে যোগাযোগ করতে হবে, কিছুই জানা নেই।
ডেইলি বাংলাদেশ/এনকে