আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে মাইক্রোসফট টিমের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২০:০৮ ১৩ মে ২০২২ আপডেট: ১৭:৩৭ ১৪ মে ২০২২

যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে মাইক্রোসফটের কার্যক্রম পরিদর্শন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
মার্কিন যুক্তরাষ্ট্রে সফররত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বহুজাতিক আমেরিকান প্রযুক্তি কোম্পানি বিশ্বপ্রযুক্তির টেক জায়ান্ট মাইক্রোসফট টিমের মতবিনিময় হয়েছে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে গতকাল তিনি মাইক্রোসফটের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি টেক জায়ান্টের হার্ডওয়্যার, সফটওয়্যার ও বিস্ময়কর উদ্ভাবনগুলো প্রত্যক্ষ করেন।
মাইক্রোসফট টিমের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারি-বেসরকারি সংস্থাগুলোর জন্য প্রস্তুতকৃত উদ্ভাবন ও উদ্যোগগুলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) পরিষেবা এবং এসংক্রান্ত জটিলতা প্রতিমন্ত্রীকে অবহিত করেন৷
এ সময় মাইক্রোসফটের এআই সার্ভিসের সিনিয়র ডিরেক্টর সালমান কাজী, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমতিয়াজ ফারুক এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের নির্বাহীরা উপস্থিত ছিলেন।
ডেইলি বাংলাদেশ/আরএইচ/এমআরকে