লোগোতে ‘হিটলারের গোঁফ’, বদলে ফেললো অ্যামাজন
তথ্যপ্রযুক্তি ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৭:৪৫ ৪ মার্চ ২০২১ আপডেট: ১৭:৪৯ ৪ মার্চ ২০২১

প্রথম লোগোতে হিটলারের গোঁফের প্রতিচ্ছবি, শেষেরটি নতুন লোগো। ছবি: সংগৃহীত
‘গোঁফের আমি গোঁফের তুমি, তাই দিয়ে যায় চেনা!’ সুকুমার রায়ের বিখ্যাত কবিতাটি এতদিন বইয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবার ‘আবোল তাবোল’ বই থেকে তা সরাসরি চলে এলো বাস্তবে। অ্যামাজনের শপিং অ্যাপের লোগোতে হিটলারের গোঁফের প্রতিচ্ছবি ভেসে ওঠার অভিযোগ উঠেছে।
অ্যামাজনের সিগনেচার চিহ্ন স্মাইল (হাসি মুখ) ওপর একটি নীল রঙের পার্সেল টেপ সদৃশ করে চলতি বছরের জানুয়ারিতে এ লোগো করা হয়েছিল। চরম সমালোচনার মুখে পড়ার পর এটি বদলে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অনেকের অভিযোগ, স্ট্রিপটি দেখতে অ্যাডলফ হিটলারের গোঁফের মতো। নতুন লোগোর ক্ষেত্রেও ওই নীল রঙের স্ট্রিপ রয়েছে। তবে সেটি এমনভাবে লাগানো হয়েছে, যাতে দেখে মনে হয়, কেউ সেটা খোলার চেষ্টা করছে।
lmao I completely missed that amazon quietly tweaked its new icon to make it look… less like hitler pic.twitter.com/Jh8UC8Yg3u
ব্র্যান্ডিং প্রতিষ্ঠান কলি পোর্টার বেলের প্রধান নির্বাহী ভিকি বুলেন বলেন, এই লোগো দেখলেন হিটলারের কথা মনে আসে। যা প্রতিনিয়তই ব্রেনে পীড়া দিচ্ছে। এমন একটি ব্র্যান্ড থেকে এটি কাম্য নয়, যারা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে চায়।
বিতর্কিত এ লোগো নিয়ে সমালোচনা শুরু হওয়ার পর ক্রেতারাও তীর্যক মন্তব্য করেছেন। এরপরই তড়িঘড়ি করে লোগো বদলেছে অ্যামাজন। নতুন লোগো সম্পর্কে অ্যামাজনের বর্ণনা হলো– এটি প্রত্যাশা, উৎসাহ ও আনন্দের প্রতীক।
ডেইলি বাংলাদেশ/এনকে