চট্টগ্রামের শাহেদ লটারিতে জিতলেন ২৩ কোটি টাকা
প্রবাস জীবন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১২:০৮ ৬ এপ্রিল ২০২১

শাহেদ আহমেদ
শূন্য হাতে ১৫ বছর বয়সেই সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান চট্টগ্রামের শাহেদ আহমেদ (৫৫)। এরপর শুরু হয় সংগ্রাম। রোজগারের টাকা থেকে বাঁচিয়ে নিয়মিত লটারি কিনতেন। অবশেষে খুললো ভাগ্যের চাকা; লটারিতে পেলেন প্রায় ২৩ কোটি টাকা।
শনিবার ‘বিগ টিকিট’-এর রাফেল ড্রতে প্রথম পুরস্কার হিসেবে এক কোটি দিরহাম জেতেন প্রবাসী শাহেদ আহমেদ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২২ কোটি ৯৩ লাখ ৪৮ হাজার ৭৭০ টাকা।
আমিরাতের আল আইন শহরের একটি কার ওয়ার্কশপের মালিক শাহেদ। ৪০ বছরের প্রবাস জীবনে ৩৫ বছর ধরে ‘বিগ টিকিট’ নামের ওই র্যাফেল ড্রতে অংশ নিয়ে আসছিলেন।
গত ২৬ মার্চ ৫০০ দিরহাম দিয়ে টিকিটটি কিনেছিলেন শাহেদ। এতো বছর পর এবার তার কপাল খুললো।
লটারি জিতে উচ্ছ্বসিত শাহেদ। তিনি বলেন, টিকিটটি আমি নিজেই কিনেছি। এতে আর কারও অংশ নেই। আমার জীবন বদলে যাবে। সূত্র: গালফ নিউজ।
ডেইলি বাংলাদেশ/এনকে