এফডিসিতে আবার নির্বাচন, প্রার্থী হিরো আলম
বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৭:৫৬ ১৮ এপ্রিল ২০২২

ফাইল ছবি
বগুড়ার ছেলে আশরাফুল আলম। সবার কাছে তিনি হিরো আলম নামে পরিচিত। অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে নিয়মিত কাজ করছেন। প্রায়ই তাকে রাজনীতির মাঠেও দেখা যায়। জাতীয় নির্বাচনে অংশ নিয়েও হইচই ফেলে দিয়েছিলেন তিনি।
আসন্ন চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচনে এবার অংশ নিতে যাচ্ছেন হিরো আলম। তিনি সোমবার (১৮ এপ্রিল) দুপুরে এফডিসিতে প্রযোজক সমিতির অফিসে সদস্য পদে মনোন্নয়ন ফরম জমা দেন।
নির্বাচনের ফরম জমা দেওয়ার পর হিরো আলম বলেন, কয়েকদিন আগে প্রযোজক সমিতি থেকে নির্বাচনের সদস্য পদে ফরম কিনে ছিলাম। কিন্তু কলকাতায় কাজে যাওয়া কারণে ফরমটা জমা দিতে একটু সময় নিতে হলো।
তিনি আরো বলেন, আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্র আমি ভালোবাসি। চলচ্চিত্রে কাজ করতে চাই নিয়মিত। তাই সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছি। আমি সব সময় বিশ্বাস করি স্বাধীন থাকলে অনেক কাজ করা যায়।
বর্তমানে হিরো আলমের হাতে পাঁচটি সিনেমা রয়েছে। এ বছর সিনেমাগুলোর কাজ শেষ হবে বলে জানান তিনি।
ডেইলি বাংলাদেশ/টিএএস