কিংবদন্তি সংগীতশিল্পী জানে আলম মারা গেছেন
বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২৩:১২ ২ মার্চ ২০২১ আপডেট: ২৩:৫১ ২ মার্চ ২০২১

সংগীতশিল্পী জানে আলম
কিংবদন্তি সংগীতশিল্পী জানে আলম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কিংবদন্তি এ সংগীতশিল্পীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের মালিক জহিরুল ইসলাম সোহেল।
তিনি জানান, মাস খানেক আগে জানে আলম করোনায় আক্রান্ত হন। এরপর করোনামুক্ত হলেও নিউমোনিয়ার কারণে তার অবস্থার অবনতি হতে থাকে। আজই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
মানিকগঞ্জের হরিরামপুরে শিল্পী জানে আলমের জন্ম। স্বাধীনতার পর পরই তার গানের শুরু। জানে আলমের নিজের গাওয়া গানের সংখ্যা চার হাজারের মতো। এছাড়া তার লেখা, সুর এবং পরিচালনা করা গান রয়েছে প্রায় তিন হাজার।
ডেইলি বাংলাদেশ/এমআর