‘বিশ্বসুন্দরী’তে আছেন আজম খান
বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৬:১৫ ৫ ডিসেম্বর ২০২০

আজম খান
নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’তে কাজ করেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ আজম খান। ছবিটি আগামী ১১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। ছবিটির কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন রুম্মান রশিদ খান।
ছবির মূল চরিত্রে আছেন পরীমণি ও সিয়াম আহমেদ। আরো অভিনয় করেছেন চম্পা, আলমগীর, মনিরা মিঠু, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্তসহ অনেকে অভিনয় করেছেন এই ছবিতে।
আজম খানের সিনেমায় অভিষেক হয়েছিল ২০১৮ সনে গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’ দিয়ে। এ বছর আরো দুইটি ছবিতে কাজ করছেন তিনি। বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’ এবং রায়হান রাফির ‘দামাল’ এও কাজ করেছেন তিনি।
২০১৫ সনে শোবিজে প্রথম ক্যামেরার সামনে দাড়িয়েছিলেন আজম খান। শখ থেকে অভিনয় করতে এসে এখন নিয়মিত কাজ করছেন নাটক, টেলিফিল্ম আর বিজ্ঞাপনে।
ডেইলি বাংলাদেশ/টিএএস