দীপিকার অনুকরণে তরুণী ভক্তের সাজ ভাইরাল
বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৩:৪৮ ৫ ডিসেম্বর ২০২০ আপডেট: ১৫:২১ ৫ ডিসেম্বর ২০২০

পদ্মাবত-এর সাজে দীপিকা পাড়ুকোন এবং তার দেশি ভক্ত
বলিউডের প্রথম সারির অন্যতম অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বর্তমানে বি টাউনের সবচেয়ে বেশি পারিশ্রমিকের অভিনেত্রী বলা হয় তাকে। শাহরুখ খানের আগামী ছবি পাঠানে দীপিকা পাড়ুকোনের পারিশ্রমিক ১৫ কোটি বলে শোনা যাচ্ছে। বলিউড ছেড়ে হলিউডেও পা রেখেছেন তিনি। সেই দীপিকা পাড়ুকোনের ভক্তকূল তাই ছড়িয়ে রয়েছে ভারতের বাইরেও।
শাহরুখ কিংবা সলমনের মতো দীপিকাও তাদের বিদেশি ভক্তদের মনে বেশ পোক্ত করেই জায়গা করে নিয়েছেন। এবার দীপিকা পাড়ুকোনের এক ভক্ত যেন সামাজিক মাধ্যমে ঝড় তুললেন।
সম্প্রতি দীপিকার ওই ভক্ত অভিনেত্রীর বিভিন্ন ছবির সাজে ছবি শেয়ার করেন। কখনো ওম শান্তি ওম-এর লুকে আবার কখনো বাজিরাও মাস্তানি কিংবা পিকুর লুকে দেখা যায় তাকে।
দীপিকার মতো সাজগোজ করে ওই তরুণী যখন ছবি শেয়ার করেন, তা ভাইরাল হয়ে যায়। প্রিয় অভিনেত্রীর সাজে ওই তরুণীর লুক যে দীপিকার অন্য ভক্তদেরও বেশ ভাল লেগেছে, তা বেশ স্পষ্ট।
সম্প্রতি মাদক মামলায় নাম জড়িয়ে পড়ে দীপিকা পাড়ুকোনের। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে দীপিকাকে সমন পাঠানো হয়। যা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায় ভারতজুড়ে। এসবের পরও দীপিকার জনপ্রিয়তায় যে ভাটা পড়েনি, তা অভিনেত্রীর ভক্তকূলের কাজেই বেশ স্পষ্ট।
দীপিকার দেশি ভক্তের সাজ-
ডেইলি বাংলাদেশ/টিএএস