‘আবারো’ ইউটিউবার তৌহিদ আফ্রিদি হলেন অভিনেতা, সঙ্গী মিমি
বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৩:৪০ ৩ ডিসেম্বর ২০২০

তৌহিদ আফ্রিদি এবং অনিন্দিতা মিমি
দেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি। তার ভ্লগে ভিউয়ার্স যেন হুমড়ি খেয়ে পড়েন। ইউটিউব ছাড়াও মাই টিভিতে একটি সেলিব্রেটি শো উপস্থাপন করেন তিনি। তবে ইউটিউবার হয়েই বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এবার তিনি হলে অভিনেতা।
‘আবারো’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। চলতি সপ্তাহেই রাজধানীর বিভিন্ন লোকেশনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং শেষ হয়েছে বলে নিশ্চিত করলেন নির্মাতা হায়াৎ মাহামুদ।
এখানে তৌহিদ আফ্রিদির সঙ্গে জুটি বেঁধেছেন অনিন্দিতা মিমি। বেশ কিছু বিজ্ঞাপন-মিউজিক ভিডিও দিয়ে আলোচনায় এসেছেন তিনি। প্রথমবার কাজ করলেন শর্টফিল্মে।
তৌহিদ আফ্রিদি জানান, অনেক রকম অভিনয়েরই প্রস্তাব আসে। তারমধ্যে যে কাজটিতে আমি নিজেকে খুঁজে পাই, বিশেষ কিছু মনে হয় সেটি করার চেষ্টা করি। ‘আবারো’ তেমনই একটি কাজ হয়েছে। আশা করছি ভালো লাগবে সবার।’
আগামী ৪ ডিসেম্বর রাত ১০ টায় তৌহিদ আফ্রিদির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘আবারো’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি অবমুক্ত হবে।
ডেইলি বাংলাদেশ/টিএএস