হানি সিং-র ‘ফার্স্ট কিস’ ২৪ ঘণ্টায় দেখল এক কোটি
বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৭:২৬ ২৫ নভেম্বর ২০২০

হানি সিং
সুপারহিট গায়ক হানি সিং-র নতুন গান বাজারে আসতেই ধামাল মাচিয়েছেন। হানি ফ্যানরা প্রতীক্ষা করছিলেন কবে আসবে তার নতুন গানের অ্যালবাম। তার ফ্যানেরা তার র্যাপের দিওয়ানা। মঙ্গলবারই রিলিজ হয়েছে তার নতুন গান ফার্স্ট কিস। অ্যালবামে তার সঙ্গী ইপ্সিতা। ক্লাসিক্যাল ড্যান্সের প্রশিক্ষণপ্রাপ্ত তার অভিষেক অ্যালবাম নিয়ে উচ্ছ্বসিত ছিলেন। এই গানে হানি ফের একবার নিজের পুরনো আন্দাজে রয়েছেন।
এই ভিডিও শুটিং প্রাথমিকভাবে লন্ডনে হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের জেরে প্ল্যানিং পুরো বদলে যায়। শুটিং হয় দুবাই ও দিল্লিতে। কিন্তু এতে যে কিছু এসে যায়নি ভিডিও রিলিজ হতেই সুপারহিট।
২৪ ঘণ্টার মধ্যেই ভিডিও-র ভিউ এক কোটি ছাড়িয়েছে। লাইকের সংখ্যাও দশ লাখের বেশি।
নব্বইয়ের টাচ রয়েছে এই গানে। লিল গোলি, হোমি দিল্লিবালা, সিংঘস্টা-র সঙ্গে হানি সিং এই গান লিখেছেন। এই গানে ইস্পিতার আন্দাজে মজেছেন দর্শক-শ্রোতারা। এর আগে হানি সিংয়ের গান ছালাঙ্গ ছবিতে সুপারহিট হয়েছিল। সেই গানে নুসরত ভারুচার সঙ্গে রাজকুমার রাও ছিলেন। সেই গানও সোশ্যাল মিডিয়ায় হয়েছিল ভাইরাল।
ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন
ডেইলি বাংলাদেশ/এএ