ফিন্যান্স ও ব্যাংকিংয়ে মডেল প্রশ্নের খুঁটিনাটি
শিক্ষাঙ্গন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১২:২৮ ১৮ জানুয়ারি ২০২২ আপডেট: ১০:৩২ ১৯ জানুয়ারি ২০২২

ফাইল ছবি
বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ফিন্যান্স ও ব্যাংকিং। আজ থাকল সৃজনশীল অংশের একটি মডেল প্রশ্ন।
ক-বিভাগ : ফিন্যান্স
১। পলাশ ও জাকির দুই বন্ধু। পলাশ ব্যাংকে চাকরি করে এবং জাকির ৫ বছর বিদেশে কাজ করার পর দেশে ফিরেছে। তাদের জমানো কিছু টাকা তারা বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগে আগ্রহী। পলাশ চায় নিশ্চিন্ত বিনিয়োগ এবং জাকির চায় দ্রুত অধিক মুনাফা অর্জন করতে।
ক) বোনাস শেয়ার কী?
খ) সঞ্চিতি তহবিল বলতে কী বোঝো?
গ) জনাব পলাশের জন্য উপযুক্ত বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিতপূর্বক ব্যাখ্যা করো।
ঘ) জনাব জাকিরের কোন ক্ষেত্রে বিনিয়োগ করা সঠিক হবে এবং কেন? যুক্তিসহ বিশ্লেষণ করো।
২। শায়ান ট্রেডিং কম্পানি বছর শেষে ১২% হারে লভ্যাংশ প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং পরবর্তী বছরগুলোতে তা ১০% হারে বৃদ্ধি পাবে বলে কম্পানি প্রত্যাশা করছে। কম্পানির বর্তমানে শেয়ারের বাজারমূল্য ২৫০ টাকা।
ক) কাম্য ঋণনীতি কী?
খ) স্টক লভ্যাংশ বলতে কী বোঝো? ব্যাখ্যা করো।
গ) শায়ান ট্রেডিং কম্পানির মূলধন ব্যয় নির্ণয় করো।
ঘ) শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে ১৫% হারে লভ্যাংশ দিলে কি কম্পানির মূলধন ব্যয়ে কোনো পরিবর্তন হবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৩। জনাব শহিদুল ৪ বছর পর ২,০০,০০০ টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান। ক ব্যাংক তাঁকে ১০% হারে এবং খ ব্যাংক ৯% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে।
ক) প্রকৃত সুদের হার নির্ণয়ের সূত্র কী?
খ) অর্থের সময়মূল্য বলতে কী বোঝো?
গ) ৪ বছর পর ২,০০,০০০ টাকা পেতে হলে তাঁকে ক ব্যাংকে কত টাকা রাখতে হবে?
ঘ) জনাব শহিদুলের জন্য কোন ব্যাংকে বিনিয়োগ লাভজনক এবং কেন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
৪। তিনজন শিক্ষার্থী নিজেদের স্বল্প অর্থায়নে টিম ওয়ান নামে একটি প্রতিষ্ঠান গঠন করলেন। ধীরে ধীরে প্রতিষ্ঠানটি অত্যন্ত লাভজনক হওয়ায় অধিক মূলধন সংগ্রহের জন্য উদ্যোক্তারা বাজারে শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিলেন।
ক) স্বল্পমেয়াদি অর্থায়নের প্রধান উৎস কোনটি?
খ) বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বলতে কী বোঝো?
গ) টিম ওয়ানের অর্থায়নের প্রথম ধাপ কোন ধরনের তহবিল? ব্যাখ্যা করো।
ঘ) টিম ওয়ানের বাজারে শেয়ার ছাড়ার সিদ্ধান্ত কতটা যৌক্তিক বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যথাযথ যুক্তি দাও।
৫। ফারহান গ্রুপের দুটি প্রকল্পে ৫ বছরের জন্য বিনিয়োগ করে, যার প্রাপ্ত আয় হার নিম্নে দেওয়া হলো—
প্রকল্পের নাম আয়ের হার (%)
বছর ১, বছর ২, বছর ৩, বছর ৪, বছর ৫
নিলাদ্রি ৪০ ৩৫ ২০ -৫ ১০
হিমাচল ২০ ২৫ ৩০ ১৫ ১০
ক) আদর্শ বিচ্যুতি কী?
খ) আর্থিক ঝুঁকি ও ব্যাবসায়িক ঝুঁকির পার্থক্য দেখাও।
গ) নিলাদ্রি প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো।
ঘ) প্রকল্প দুটির মধ্যে কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
৬। জনাব হাসিব একজন সমাজসেবক। অবসরের পর পেনশনের অর্থ দিয়ে এতিম শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেন। বিনা মূল্যে শিশুদের খাওয়া ও পড়াশোনার ব্যবস্থা করতে গিয়ে তিনি আর্থিক সংকটের সম্মুখীন হন। অর্থসংস্থানের জন্য তিনি বিভিন্ন উৎসর আশ্রয় নিলেন। বর্তমানে তাঁর প্রতিষ্ঠানটি সঠিকভাবে পরিচালিত হচ্ছে।
ক) তারল্য কী?
খ) অর্থায়ন সিদ্ধান্ত কিভাবে গৃহীত হয়? ব্যাখ্যা করো।
গ) হাসিব সাহেব কোন ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত? বর্ণনা করো।
ঘ) তিনি কিভাবে স্কুলের অর্থায়ন করবেন তা বিশ্লেষণ করো।
ডেইলি বাংলাদেশ/জেডএম