শিক্ষক নিয়োগ নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৫:০৭ ২৪ জানুয়ারি ২০২১ আপডেট: ১৫:০৯ ২৪ জানুয়ারি ২০২১

ফাইল ছবি
শিক্ষক নিয়োগের বিষয়ে জাতীয় সংসদে সুখবর দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিগগিরই কারিগরিতে সরকারী কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে ৭ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
রোববার সংসদে পরীক্ষা ছাড়াই এইচএসসি অটোপাস সংক্রান্ত বিল নিয়ে আলোচনায় সংসদ সদস্যদের করা এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, এরই মধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলে কারিগরিতে কিছু শিক্ষকের যে সংকট তৈরি হয়েছে সেটি দূর হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে কাজ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আরো উন্নত করা হচ্ছে। শিগগিরই শিক্ষক সংকট দূরীকরণে পিএসসির মাধ্যমে ৭ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে।
ডেইলি বাংলাদেশ/জেডআর