শিক্ষার্থীদের বাসায় রাখা নিশ্চিত করবেন প্রতিষ্ঠান প্রধানরা
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৯:৫৮ ১৫ জানুয়ারি ২০২১ আপডেট: ২০:০৩ ১৫ জানুয়ারি ২০২১

ফাইল ছবি
করোনাকালীন শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির সময়ে শিক্ষার্থীদের নিজ নিজ বাসস্থানে অবস্থান নিশ্চিত করতে প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশনা দেয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে।
এতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে বাসস্থানে অবস্থান করে নিজ নিজ পাঠ্যবই অধ্যয়ন করে, সে বিষয়টি অভিভাবকের মাধ্যমে প্রধান শিক্ষককে নিশ্চিত করতে বলা হয়েছে।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত সব ধরনের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ছুটি বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি স্থানীয় প্রশাসন নিবিড়ভাবে পরিবীক্ষণ করবে।
এছাড়া বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক সময়ে সময়ে জারিকৃত নির্দেশনা ও অনুশাসনসমূহ শিক্ষার্থীদের মেনে চলতেও বলা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেডআর