ফ্লোর প্রাইস থাকছে না ৬৬ কোম্পানির
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৯:৩২ ৭ এপ্রিল ২০২১ আপডেট: ১৯:৩২ ৭ এপ্রিল ২০২১

বিএসইসি ভবন- ফাইল ছবি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬৬ কোম্পানির সর্বনিম্ন দর বা ফ্লোর প্রাইস আগামীকাল বৃহস্পতিবার থেকে থাকছে না। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ফ্লোর প্রাইস তুলে নেয়ার এ সিদ্ধান্ত নেয়।
বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।
জানা গেছে, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে ও পুঁজিবাজারের উন্নয়নে প্রাথমিকভাবে ৬৬টি কোম্পানি থেকে ফ্লোর প্রাইসের নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে, যা গত বছরের ১৯ মার্চ করোনা মহামারির কবলে পতনরোধে দেয়া হয়েছিল।
বর্তমানে ১১০টি কোম্পানি সিকিউরিটিজ ফ্লোর প্রাইসে আটকে আছে। এর মধ্যে ৬৬টি থেকে প্রত্যাহার করে নেয়া হল। বাকিগুলোর ক্ষেত্রে পরবর্তীতে সম্ভবত ২ ধাপে ফ্লোর প্রাইসের নির্দেশনা তুলে নেয়া হবে বলে জানা গেছে।
ফ্লোর প্রাইসের নির্দেশনা প্রত্যাহার করে নেয়া কোম্পানিগুলো
ডেইলি বাংলাদেশ/আরএইচ