ঝিনাই নদে পড়ে নিখোঁজ ২ শিশু, ১ জনের লাশ উদ্ধার
টাঙ্গাইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২১:০৮ ৫ আগস্ট ২০২২ আপডেট: ২১:০৯ ৫ আগস্ট ২০২২

প্রতীকী ছবি
টাঙ্গাইলের কালিহাতীতে খেলতে গিয়ে ঝিনাই নদে পড়ে নিখোঁজ দুই শিশু নিখোঁজ হয়। তাদের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যজন এখনো নিখোঁজ রয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের কোনাবাড়ী এলাকায় ঝিনাই নদ থেকে এক জেলে শিশুর লাশটি উদ্ধার করেন। পরে খবর পেয়ে শিশুটির স্বজনরা গিয়ে লাশটি শনাক্ত করেন। উদ্ধারকৃত শিশুর নাম বর্ষা। সে কালিহাতী পৌরসভার হরিপুর পশ্চিম পাড়া এলাকার বিদ্যুতের মেয়ে। নিখোঁজ থাকা শিশুর নাম মারিয়া। সে একই এলাকার মিঞ্জুর মেয়ে।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশে ঝিনাই নদের পাড়ে খেলতে গিয়ে নদে পড়ে নিখোঁজ হয় দুই মারিয়া ও বর্ষা।
কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এইচএন