ভ্যানে হাত দিতেই নিথর হলো আড়াই বছরের শিশু
নাটোর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১২:৫৭ ৫ আগস্ট ২০২২

ফাইল ছবি
নাটোরের বাগাতিপাড়া উপজেলার যোগিপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আদিল হোসেন নামে এক আড়াই বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আদিল যোগিপাড়া গ্রামের আলেপ হোসেনের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, নিজ বাড়িতে খেলছিল আদিল। একপর্যায়ে সবার অগোচরে বারান্দায় চার্জে রাখা ভ্যানগাড়ির তারে হাত দেয় শিশুটি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হলে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেইলি বাংলাদেশ/এমআর