পদ্মাসেতু নিয়ে প্রতিবন্ধীদের অনুপ্রেরণা
শরীয়তপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৫:৫৯ ২৩ জুন ২০২২

পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে প্রতিবন্ধীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ছবি: ডেইলি বাংলাদেশ
২৫ জুন পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে শরীয়তপুরে প্রতিবন্ধীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
পদ্মাসেতু নিয়ে প্রতিবন্ধীদের অনুপ্রেরণা যোগাতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন শরীয়তপুর-১ আসনের এমপির ছেলে দানিব বিন ইকবাল।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে শরীয়তপুর-১ আসনের এমপির শরীয়তপুর কার্যালয়ে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগীতায় জেলার ২৫ জন প্রতিবন্ধী অংশগ্রহণ করেন।
এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন নিপু, শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এমএম জাহাঙ্গীর, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র মো. বাচ্চু বেপারী, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করেন আওয়ামী লীগের নেতারা।
প্রতিবন্ধী সাদিয়া, সালাউদ্দিন বলেন, আমরা পদ্মাসেতুর ছবি এঁকেছি এবং পুরস্কার পেয়েছি। আনন্দ লাগছে।
দানিব বিন ইকবাল বলেন, ‘পদ্মাসেতু আমাদের গৌরবের। ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধন করবেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল দেশের প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন। তাই ২৫ জন প্রতিবন্ধীদের নিয়ে আজ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তারা পদ্মাসেতুর ছবি আঁকছেন। তাদের প্রত্যেককে পুরস্কৃত করা হয়েছে।’
ডেইলি বাংলাদেশ/এমকে