বরগুনায় ৩০ জনের জানাজা সম্পন্ন
বরগুনা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১২:০২ ২৫ ডিসেম্বর ২০২১ আপডেট: ১২:০৩ ২৫ ডিসেম্বর ২০২১

ছবি: ডেইলি বাংলাদেশ
সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৩০ জনের জানাজা সম্পন্ন হয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বরগুনা সার্কিট হাউস মাঠে এ জানাজা সম্পন্ন হয়। জানাজার পর নিহতদের গণকবরে দাফন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ।
এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে বলে জানান জেলা প্রশাসক। তাদের মধ্যে চার জনের লাশ নিয়ে গেছেন স্বজনরা। পরে আরো পাঁচ জনের লাশ হস্তান্তর করা হয়েছে। বাকি ৩৩ লাশ বরগুনা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। এর মধ্যে দুই জনের লাশ শনাক্ত হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমকে