লক্ষ্মীপুরে অস্ত্রসহ ৮ মামলার আসামি গ্রেফতার
লক্ষ্মীপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১১:০৫ ২৪ ডিসেম্বর ২০২১ আপডেট: ১১:২৯ ২৪ ডিসেম্বর ২০২১

অস্ত্রসহ আটককৃত মো. বরকত উল্যাহ
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মো. বরকত উল্যাহকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা এসআই মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বরকত উল্লাহ ঐ গ্রামের মৃত সুলতান আহাম্মদের ছেলে।
পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রাম থেকে একটি দেশীয় এলজি, এক রাউন্ড কার্তুজসহ তাকে গ্রেফতার করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে আরো ৮টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ
এর আগে (২২ ডিসেম্বর) বিকেলে বরকতের সন্ধান চেয়ে জেলা শহরের একটি পত্রিকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তার মা সালেহা বেগম অভিযোগ করে জানায়, চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরের বাড়িতে আসার পথে ফেনী থেকে কে বা কারা তাকে গাড়ি থামিয়ে তুলে নেয়।
রোববার (১৯ ডিসেম্বর) রাতে সে রিজার্ভ একটি গাড়ি দিয়ে লক্ষ্মীপুর আসছিল। কিন্তু ফেনী থেকে কে বা কারা তাকে তুলে নিয়ে গেছে। আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি।
ডেইলি বাংলাদেশ/জেএইচ