রশিদপুর গ্যাসফিল্ডের আগুন নিয়ন্ত্রণে
হবিগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০২:৩৭ ৮ এপ্রিল ২০২১ আপডেট: ০৮:৩৮ ৮ এপ্রিল ২০২১

আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা
হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুরে সিলেট গ্যাসফিল্ডের পেট্রোল উৎপাদনকারী প্ল্যান্টের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
বুধবার রাত ১২টার দিকে হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কের ভরগাঁও এলাকায় রশিদপুর গ্যাস ফিল্ডের পেট্রোল উৎপাদনকারী প্ল্যান্টে এ ঘটনা ঘটে।
বাহুবল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, আগুন লাগার পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে। পরে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। আমরা রাতে একটি কনটেইনারে কিছু পুড়ে যাওয়া মালামাল উদ্ধারের কাজ করছি। স্টেশনের বার্নফিড বাতায়নের সময় ম্যানুয়ালে গ্যাস থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ডেইলি বাংলাদেশ/এমআর/টিআরএইচ